ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৩, সেপ্টেম্বর ২৮, ২০১৯
রাজশাহীতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীর মানচিত্র

রাজশাহী: রাজশাহীর মহানগরীর বিলসিমলা এলাকা থেকে মোজাম্মেল হক তালুকদার (৬২) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ওই আইনজীবী আত্মহত্যা করেছেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, ভাইয়ের ওপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন মোজাম্মেল।

দীর্ঘক্ষণ পরও দরজা না খোলায় পরিবারের লোকজন পুলিশে খবর দেন। রাজপাড়া থানা পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আইনজীবী মোজাম্মেল তালুকদার নিঃসন্তান ছিলেন। ময়নাতদন্ত শেষে রাতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।