ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লোকমানের ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ার ব্যাংকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
লোকমানের ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ার ব্যাংকে র‌্যাবের হাতে আটক লোকমান

ঢাকা: মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াও ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। এর মধ্যে ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে জমা রাখার তথ্য পেয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

আশিক বিল্লাহ বলেন, মোহামেডান ক্লাবের অবৈধ ক্যাসিনো থেকে কোটি কোটি টাকা উপার্জন করেছেন লোকমান।

এর মধ্যে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে ৪১ কোটি টাকা রয়েছে তার।

ছেলের অস্ট্রেলিয়া পড়ার সুবাদে, মাঝে-মধ্যেই লোকমানের অস্ট্রেলিয়া যাতায়াত রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তেজগাঁওয়ের মণিপুরি পাড়ার বাসা থেকে লোকমানকে আটক করে র‌্যাব। এসময় তার বাসা থেকে অবৈধ ও অননুমোদিত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় আটক করার কথা জানানো হয়।

***মাদকসহ বিসিবির পরিচালক লোকমান গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।