ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে বয়স্ক-প্রতিবন্ধীদের ভাতা বই বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
না’গঞ্জে বয়স্ক-প্রতিবন্ধীদের ভাতা বই বিতরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের ৭১ জন বয়স্ক, প্রতিবন্ধী ও দলিতদের ভাতা বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ তাদের এ ভাতা বই বিতরণ করেন।

১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলের সচিব আলী সাবাব টিপু জানান, ২০১৮-১৯ অর্থবছরে এ ওয়ার্ডের ৭১ জন বয়স্ক, প্রতিবন্ধী ও দলিতদের ভাতা বই তুলে দেওয়া হয়।

এরমধ্যে বয়স্ক ৫০ জন, প্রতিবন্ধী ১৫ জন ও দলিত ছয়জন রয়েছেন। তারা প্রথমে এক বছরের বয়স্ক ভাতা থেকে একসঙ্গে ৬ হাজার টাকা, প্রতিবন্ধী ভাতা থেকে ৮ হাজার ৪শ’ টাকা ও দলিত ভাতা থেকে ৬ হাজার টাকা পাবেন।  

পরে আমৃত্যু বয়স্করা প্রতিমাসে ৫শ’ টাকা, প্রতিবন্ধীরা প্রতিমাসে ৮শ’ টাকা ও দলিতরা প্রতিমাসে ৬শ’ টাকা করে পাবেন।

এসময় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ভাতাভোগীদের উদ্দেশে বলেন, অনেক পরিবারে বয়স্ক ও প্রতিবন্ধীরা অবহেলিত হয়ে থাকেন। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বৃদ্ধ ও প্রতিবন্ধীদের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ