ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
বকশীগঞ্জে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ বিক্রেতা আটক

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে তিন হাজার ৫৩৩ পিস ইয়াবাসহ বাবু মিয়া ওরফে গোলজার (২৫) নামে এক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। বাবু কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেপারী গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।

কামালপুর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মির্ধাপাড়া মোড়ে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। পরে পলি পরিবহনে তল্লাশি করে বাবুকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা তিন হাজার ৫৩৩ পিস ইয়াবা।  

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ বাংলানিউজকে জানান, আটক বাবুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।