ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ক্যাসিনোতে পুলিশের সম্পৃক্ততা পেলে ব্যবস্থা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ক্যাসিনোতে পুলিশের সম্পৃক্ততা পেলে ব্যবস্থা মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, ছবি: বাংলানিউজ

ঢাকা: ক্যাসিনো কারবারের সঙ্গে পুলিশ সদস্যদের সম্পৃক্ততা আছে কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়শনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময়কালে ডিএমপি কমিশনার এও বলেছেন, তদন্তে পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ডিএমপি হেডকোয়ার্টারে ক্র্যাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত কমিশনার।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।