bangla news

মাওয়ায় জেলিযুক্ত সাড়ে ৬ মণ চিংড়ি জব্দ, ৫ জনের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২৬ ২:০৯:০৫ পিএম
ফাইল ফটো

ফাইল ফটো

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা মাওয়া মৎস্য আড়ত থেকে জেলিযুক্ত সাড়ে ৬ মণ (২৫০ কেজি) বাগদা চিংড়ি জব্দ ও পাঁচ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  সৈয়দ মোরাদ আলী এ দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দক্ষিণ মেদিনীমন্ডল গ্রামের শান্তি দাস (৬৫), ভজন লাল দাস (৫৮), জাকির খান (২৮), সোহাগ খান (২৮) ও ঝাউটিয়া গ্রামের রনি মালো (২৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ আলী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কুমিল্লা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর কমান্ডার মো. সাইফুর রহমানের নেতৃত্বে প্রায় দুই লাখ টাকা মূল্যের জেলিযুক্ত চিংড়িসহ ওই পাঁচ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ চিংড়িগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-09-26 14:09:05