ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
সৈয়দপুরে যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়ক থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় জয়দেব রায় (৩০) নামে এক যুবককে উদ্ধার করেছে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে বাইপাস মহাসড়কের বসুনিয়া মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।  

পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত জয়দেব নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরজি চড়াইখোলা গ্রামের জগদীশ রায়ের ছেলে। তিনি উত্তরা ইপিজেডের কট বিডি লিমিটেডের শ্রমিক ছিলেন।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কি-না তা উদ্ধারের সময় স্থানীয়রা জানাতে পারেনি। তবে ওই যুবকের শরীর ক্ষত-বিক্ষত হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।