ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মা ইলিশ সংরক্ষণে কঠোর থাকবে চাঁদপুর প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
মা ইলিশ সংরক্ষণে কঠোর থাকবে চাঁদপুর প্রশাসন

চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি মো. মাজেদুর রহমান খান বলেছেন, ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি করার লক্ষে আমাদের যা যা করণীয় সব প্রচেষ্টা থাকবে। মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কোনোভাবেই জেলেদের নদীতে ইলিশসহ অন্য মাছ আহরণ করতে দেওয়া হবে না।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভায় তিনি এ কথা বলেন।

মাজেদুর রহমান খান বলেন, আগামী ৯-৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার মা ইলিশ প্রজননের জন্য অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

কারণ এ সময় মিঠা পানিতে মা ইলিশ ডিম ছাড়ে। এ সময় নদী উপকূলীয় এলাকার জনপ্রতিনিধিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের প্রতি মানুষের আস্থা থাকে সেই বিষয়ে নজর দিতে হবে।  

সভায় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগ, জনপ্রতিনিধিসহ টাস্কফোর্সের সদস্যদের মতামত নিয়ে মা ইলিশ রক্ষায় সিদ্ধান্ত গৃহীত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি, জেলা প্রাণিসম্পদ বিষয়ক কর্মকর্তা বখতিয়ার উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, জেলা মৎসজীবী লীগ সভাপতি মালেক দেওয়ান, জেলা নৌকা মালিক সমিতির সভাপতি শাহ-আলম মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।