ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
সুনামগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে সাদের মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদের সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের হবিপুর গ্রামের বাসিন্দা।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, রাতে দক্ষিণ সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা শহরের দিকে আসছিল। পথে সার্কিট হাউজের সামনে এলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ডান পাশে পাশে বসা সাদেরের মৃত্যু হয়। এসময় আহত হন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।