ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় নো হেলমেট, নো ফুয়েল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
চুয়াডাঙ্গায় নো হেলমেট, নো ফুয়েল! নো হেলমেট, নো ফুয়েল। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: মোটরসাইকেল চালকদের মাথায় হেলমেট না থাকলে তেল দেবে না চুয়াডাঙ্গার ফিলিং স্টেশনগুলো। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে চুয়াডাঙ্গার প্রতিটি ফিলিং স্টেশনে ‘নো হেলমেট, নো ফুয়েল’ সংবলিত সচেতনতামূলক ব্যানার টানিয়ে দেয় জেলা পুলিশ।  

এসময় পুলিশের পক্ষ থেকে হেলমেটবিহীন বাইকারদের জ্বালানি সরবরাহ না করার জন্য বলা হয়।

মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের মোজাম্মেল হক ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ কলিমুল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মোটরসাইকেল চালক ও আরোহী সামান্য দুর্ঘটনায় পতিত হলেও বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। এর অন্যতম কারণ হেলমেট ব্যবহার না করা। এজন্য দুর্ঘটনা ও ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে এমন কৌশল অবলম্বন করা হয়েছে। সেই সঙ্গে জনসাধারণকে সচেতন করতেও এ উদ্যোগ কাজে আসবে বলে মনে করেন তিনি।

যারা এই নো হেলমেট, নো ফুয়েল- নিয়ম মেনে চলবে না তাদের বিরুদ্ধে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।