bangla news

শিবগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২৪ ৭:৫১:২৬ পিএম
মরদেহ উদ্ধার। ছবি প্রতীকী

মরদেহ উদ্ধার। ছবি প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শ্রীমতি সাবিত্রী বালা (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের মৃত দিজেন্দ্রনাথ দাসের স্ত্রী। 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই নারীর ছেলের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে তাদের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে গলা, চোখ ও মুখে জখমের চিহ্ন থাকায় ময়না-তদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না-তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-09-24 19:51:26