ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

তাবিজের ভয় দেখিয়ে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৪, সেপ্টেম্বর ২৪, ২০১৯
তাবিজের ভয় দেখিয়ে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরীতে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় প্রধান শিক্ষক মাওলানা বশীরুল ইসলামকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ওই ছাত্রের মা সংশ্লিষ্ট থানায় মামলাটি দায়ের করেন।  

বশীরুল ইসলাম খালিয়াজুরী ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক।

তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বি-কাঠালিয়া গ্রামে।

ভুক্তভোগী ছাত্র উপজেলার চাকুয়া ইউনিয়নে বাসিন্দা। সে বর্তমানে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, তাবিজ দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ছাত্রটিকে বলাৎকার করে আসছিলেন ওই শিক্ষক। এ নিয়ে ছাত্রটি অভিযোগ করলেও কেউ বিশ্বাস না করায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু সম্প্রতি মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান ঘটনাটি দেখে ফেললে জানাজানি হয়। পরে ছাত্রের মা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

বশীরুল ইসলামকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ছাত্রটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে (আসহা) পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।