bangla news

মুন্সিগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২৪ ৫:২৫:৪৮ পিএম
ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অপরাধে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দু’টি বেকারি ও একটি ফার্মাসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দিঘিরপাড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল-আজাদ।

বাংলানিউজকে তিনি জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় আলী বেকারিকে ১৫ হাজার, বিল্লাল বেকারিকে ১০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পিয়ার মেডিক্যাল হলকে পাঁচ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার ইসলাম, টঙ্গিবাড়ী থানার পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯ 
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   মুন্সিগঞ্জ ভেজালবিরোধী অভিযান
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-24 17:25:48