ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৭

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ধামরাইয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৭

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূরপাল্লার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে জাহাঙ্গীর হোসেন (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৭ জন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর মানিকগঞ্জের সিংগাইর থানার চরকৃষ্ণপুর গ্রামের দেওয়ান কহিনুরের ছেলে।

পুলিশ জানায়, সকালে পাটুরিয়া থেকে ঢাকামুখী ঠিকানা পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে চালানোর কারণে ওই বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয় এবং কমপক্ষে আরও সাত যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক লুৎফুর রহমান বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।