ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ প্রতীকী ছবি

যশোর: যশোরে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী ও এ দুর্ঘটনার মধ্যে পড়ে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে তৈয়বা (৯) ও বেলেতলা গ্রামের তরিকুল ইসলাম (২৩)।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে বলেন, সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের চেসিস ভেঙ্গে মোটরসাইকেল আরোহী তরিকুলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। এসময় দুর্ঘটনার মধ্যে পড়ে গুরুতর আহত হয় মাদ্রাসাছাত্রী তৈয়বা। পরে, হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা মারা যায় শিশুটি।

স্থানীয়রা জানান, তৈয়বা গ্রামের মক্তবে পড়ে বাড়ি ফিরছিল। কিন্তু, ঘাতক বাস তার প্রাণ কেড়ে নিল। এতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ বাংলানিউজকে বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তরিকুল ও হাসপাতালে নেওয়ার পর তৈয়বা মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ইউজি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।