ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

শিবচরে দেড় মাস পর কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩১, সেপ্টেম্বর ২৪, ২০১৯
শিবচরে দেড় মাস পর কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় দাফনের দেড় মাস পর তামিম (৪) নামে এক শিশুর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

আদালতের নির্দেশে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়।

এসময় শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট আল নোমান ও  শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ উপস্থিত ছিলেন।

শিশু তামিম ওই গ্রামের সৌদি প্রবাসী সায়াদ মাঝির ছেলে। গত ৬ আগস্ট দুপুরে তার মা তানিয়া বেগম শিশুটিকে আরশেদ মাঝি নামে এক বংশীয় চাচার কাছে রেখে পাটের আঁশ ছড়াতে যান। এ সময় আরশেদ মাঝি বাড়ির পাশে মসজিদে বসে বিশ্রাম নিচ্ছিলেন। শিশুটির মা দুই ঘণ্টা পরে খোঁজ নিতে গিয়ে দেখেন সে মসজিদে মৃত অবস্থায় পড়ে আছে।

এরপর স্বাভাবিকভাবে ওই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

কিছুদিন পরে শিশুটির মায়ের সন্দেহ হয় তার সন্তানকে হত্যা করা হয়েছে। এরপর তিনি আদালতে মামলা দায়ের করলে তদন্তের স্বার্থে কবর থেকে মরদেহ উত্তোলনের আদেশ দেন বিচারক।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান বাংলানিউজকে জানান, আদালতের আদেশে সোমবার  সকালে শিশুটির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এমআরএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ