ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

বাংলামোটরে বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, সেপ্টেম্বর ২৪, ২০১৯
বাংলামোটরে বারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

ঢাকা: তথ্যের ভিত্তিতে রাজধানীর কয়েক জায়গায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের অংশ হিসেবে বর্তমানে তারা বাংলামোটরে অবস্থিত শেলে বারে অবস্থান করছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টা থেকে তারা অভিযান শুরু করে। এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় পল্টনে অভিযানে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উত্তরের সহকারী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম জানান, এখন আমরা বাংলামোটরে শেলে বারে অভিযান চালাচ্ছি। এর আগে আমরা পল্টনে একটি গোডাউনে অভিযান চালিয়েছি। আমাদের কাছে সংবাদ ছিল এখানে চোরাই পণ্য রাখা হয়েছে। এ সংবাদের পরিপ্রেক্ষিতে সেখানে আমরা অভিযান চালিয়েছি। সেখানে প্রায় দুই ঘণ্টা আমরা অবস্থান নিয়েছিলাম। তবে গোডাউনে কিছুই পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, পল্টনে অভিযানের পর আমরা বাংলামোটরে শেলে বারে এসেছি। এখন সেখানে অভিযান চলছে। তবে অভিযানের সময় দেখা গেছে সেখানে অবৈধ তেমন কিছু পাওয়া যায়নি। জুয়ারও কোনো অস্তিত্ব নেই।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।