bangla news

কোরিয়ায় সম্মেলনে যোগ দিলেন মেয়র আরিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২৩ ৮:৩৮:৩৭ পিএম
কোরিয়ায় ইন্টারন্যাশনাল আরবান রেজিলিয়েন্স ফোরামে মেয়র আরিফ।

কোরিয়ায় ইন্টারন্যাশনাল আরবান রেজিলিয়েন্স ফোরামে মেয়র আরিফ।

সিলেট: দক্ষিণ কোরিয়ার সিউলে ‘ইন্টারন্যাশনাল আরবান রেজিলিয়েন্স ফোরামে’ যোগ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ সম্মেলন শুরু হয়। 

সম্মেলনে মেয়র আরিফুল হক চৌধুরী ও তার সহধর্মিনী সামা হক চৌধুরী ছাড়াও পাঁচ সদস্যের প্রতিনিধিদলে আছেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামছুল হক পাটোয়ারী ও উপ-সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য।

তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল আরবান রেজিলিয়েন্স ফোরাম সিউল-২০১৯ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের অন্তত আটটি দেশের বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র, কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্মেলনের প্রথম দিনে ‘সিউল ওয়াটার অথরিটি’ আয়োজন করে বিশ্বের বিভিন্ন দেশের সিটি করপোরেশনের পানি উৎপাদন, সরবরাহ পদ্ধতি বিষয়ে কর্মশালার।

কর্মশালায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বক্তব্য রাখেন।

সম্মেলন থেকে বিশ্ব পানি উৎপাদন প্রক্রিয়া চ্যালেঞ্জ, অর্থনৈতিক অসমতা এবং প্রযুক্তিগত সঙ্কটের বিষয়ে নতুন পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এনইউ/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   সিলেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-09-23 20:38:37