ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ফু-ওয়াং ক্লাবে জুয়ার কিছু পাওয়া যায়নি: পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
ফু-ওয়াং ক্লাবে জুয়ার কিছু পাওয়া যায়নি: পুলিশ

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে পুলিশের অভিযানে অবৈধ জুয়া বা ক্যাসিনোর কোনো ধরনের সরঞ্জাম পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। 

তিনি বলেছেন, আমাদের কাছে তথ্য ছিলো- ফু-ওয়াং ক্লাবে ক্যাসিনো ও অসামাজিক কার্যকলাপ হতে পারে। সেই গোপন তথ্যের ভিত্তিতে এ ক্লাবে অভিযান চালানো হয়।

কিন্তু সেখানে এ ধরনের কিছু পাইনি। বার রয়েছে, বারের কাগজপত্রও ঠিক রয়েছে। তবে জুয়ার কোনো আলামতও পাওয়া যায়নি।  

সোমবার (২২ সেপ্টেম্বর) ফু-ওয়াং ক্লাবে অভিযান শেষে সাংবাদিক ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।  

তিনি বলেন, আমরা শুনেছি এই ক্লাবে গত তিনদিন ধরে সংস্কার কাজ চলছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলেও এর সত্যতা পেয়িছি।  

এর আগে বিকেল ৫টা থেকে ফু-ওয়াং ক্লাবে অভিযান চালানো হয়। যা চলে সন্ধ্যে পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।