ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে মানবপাচারকারী চক্রের তিন সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
ময়মনসিংহে মানবপাচারকারী চক্রের তিন সদস্য আটক আটক তিনজন র‌্যাব হেফাজতে। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরের পাসপার্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা ভুক্তভোগী ছয় নারীকে।

আটক তিনজন হলেন- আমির উদ্দিন (৪০), লিটন (২৫), আকাশ দে (২৩)।

র‌্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন।

তিনি বলেন, একদল মানবপাচারকারী দালাল চক্র মোটা অঙ্কের টাকা আয়ের লোভ দেখিয়ে বিদেশ পাঠাতে একাধিক নারীকে পাসপার্ট তৈরি করে দেওয়ার উদ্দেশ্যে মাসকান্দা পাসপার্ট অফিস সংলগ্ন এলাকায় জড়ো করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই স্থানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালাতে চাইলে ওই তিন মানবপাচারকারীকে আটক করা হয়।

এ সময় ওই স্থান থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগী ছয় নারীকে বলেও সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।