ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ওয়ালিউল্লাহ (৩৬) নামে হত্যা মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। ওয়ালিউল্লাহ নাটোরের বড়াই গ্রামের কাশেম মোল্যার ছেলে বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান পাঠান বাংলানিউজকে বলেন, ভারতে যাওয়ার জন্য ওই যাত্রী বেনাপোল ইমিগ্রেশনে তার পাসপোর্ট জমা দেন। এসময় তার তথ্য যাচাই-বাছাই করে দেখা যায় তিনি হত্যা মামলার আসামি। পরে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আটক আসামি পোর্ট থানা হেফাজতে আছেন। তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। তার নামে বড়াই থানায় হত্যা মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসআরএস​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।