ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ ২ বিক্রেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
বেনাপোলে ফেনসিডিলসহ ২ বিক্রেতা আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে পৃথক অভিযানে ৩৪৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামের হযরত আলীর ছেলে মুকুল (২৮) ও পুটখালী গ্রামের নূর হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদে ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে সীমান্তের পুটখালী বালুর মাঠ থেকে ৩৪১ বোতল ফেনসিডিলসহ মুকুলকে ও পুটখালীর উত্তরপাড়া থেকে সাত বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আনোয়ারকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে বলেন, আটক দুই যুবকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।