ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পরিচয় মিলেছে খাগড়াছড়িতে উদ্ধার মরদেহের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
পরিচয় মিলেছে খাগড়াছড়িতে উদ্ধার মরদেহের ফাইল ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। তার নাম প্রীতি রানী ত্রিপুরা (২৫)। তিনি খাগড়াছড়ি জেলা সদরের চম্পাঘাট এলাকার বাসিন্দা হরি শংকর ত্রিপুরার স্ত্রী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল নামক এলাকার একটি রাবার বাগানের পাহাড়ের খাদ থেকে প্রীতি রানীর মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ৭দিন আগে প্রীতি রানী ত্রিপুরা শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়।

এ ঘটনায় তার স্বামী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সোমবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধে প্রীতি রানীকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।