ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোতালেব হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
 
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ হিরু বাংলানিউজকে জানান, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেন ওই স্টেশন অতিক্রম করার সময় মোতালেব ট্রেনে কাটা পড়েন।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।