ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চুরির অভিযোগে মধুপুরে যুবককে পিটিয়ে হত্যা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
চুরির অভিযোগে মধুপুরে যুবককে পিটিয়ে হত্যা

মধুপুর (টাঙ্গাইল): চুরির অভিযোগে টাঙ্গাইলের মধুপুরে ওসমান (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে।  

মৃত ওসমান পাশের রামকৃষ্ণবাড়ী গ্রামের জনৈক ছমির উদ্দিনের ছেলে।  

স্থানীয়রা জানায়, রোববার রাতে গুবুদিয়া গ্রামের জনৈক আয়েন উদ্দিনের বাড়িতে মোবাইল চুরির অভিযোগে আম গাছে বেঁধে রাতভর গণপিটুনি দেয়া হয় ওসমানকে। এরপর রাতভর বাধা অবস্থায় থেমে থেমে পেটানো হয় তাকে। সকালে ওসমানের অবস্থা খারাপ হওয়ায় পুলিশে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ছানোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) একই ইউনিয়নের বেরীবাইদ গ্রামে মোবাইল ফোন চুরির অভিযোগে শরীফুল ইসলাম শরীফ (১৭) নামে এক কিশোরের পরিবারের বসতভিটা উচ্ছেদ করে গ্রাম্য সালিশি বৈঠকের বিচারকগণ অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।