bangla news

ইয়াবাসহ ওয়ার্ড আ’লীগ সভাপতির ছেলে আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২৩ ১২:২৫:০২ পিএম
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) হাতিরঝিল থানার (ওসি) আবদুর রশিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের কাছে তথ্য ছিল ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ গোলাম রসুলের ছেলে পলক ইয়াবাবিক্রির সঙ্গে জড়িত।

‘এ অভিযোগের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে রামপুরার টিভি সেন্টারের বিপরীত পাশের মক্কি মসজিদ গলি থেকে তাকে আটক করা হয়। এ সময় পলকের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, কাইল্লা পলাশ নামে এক সন্ত্রাসীর সহযোগী হিসেবে কাজ করতেন পলক। কাইল্লা পলাশ কারাগারে থাকায় তিনি নিজেই একটি সন্ত্রাসী গ্রুপ তৈরির চেষ্টা করছিল। ইয়াবাবিক্রির বিষয়ে তাকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি। তার সহযোগী কারা কারা রয়েছে, সেটিও জানার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এজেডএস/এসএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-23 12:25:02