ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে বজ্রপাতের আগুনে পুড়লো ৫ বসতঘর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, সেপ্টেম্বর ২৩, ২০১৯
গাজীপুরে বজ্রপাতের আগুনে পুড়লো ৫ বসতঘর 

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের ১০ নম্বর ওয়া‌র্ডের আমবাগ এলাকায় বজ্রপাত থে‌কে এক‌টি বা‌ড়িতে অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। এতে ওই বাড়ির পাঁচটি ঘর পুড়ে গেছে। ত‌বে এ ঘটনায় কেউ হতাহত হয়‌নি।

রোববার (২২ সে‌প্টেম্বর) রাত ৯টার দি‌কে এ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে। প‌রে ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা ঘটনাস্থ‌লে এসে আগুন নেভায়।

কা‌শিমপুর ডি‌বিএল ফায়ার সা‌র্ভি‌সের প‌রিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, আমবাগ এলাকায় জ‌সিম মিয়ার আধাপাকা বা‌ড়ি‌তে বজ্রপাত থে‌কে আগুন লা‌গে। মুহূর্তের ম‌ধ্যে আগুন পু‌রো বা‌ড়ি‌তে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। খবর পে‌য়ে ডি‌বিএল ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি ইউ‌নিটের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে  আগুন নেভায়। আগু‌নে ওই বা‌ড়ির পাঁচটি ঘর পু‌ড়ে গে‌ছে। এ‌তে হতাহ‌তের কোনো না ঘটলেও আগু‌নে ওই বা‌ড়ি ও আসবাবপত্র পু‌ড়ে আনুমা‌নিক দুই লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।