ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
ফতুল্লায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নুরুন্নেসা বেগম (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার মুন্সিবাগ এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

নুরুন্নেসা বেগম লক্ষ্মীপুর জেলার জহিরপুর গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের স্ত্রী।

ফতুল্লার মুন্সিবাগ এলাকায় সেন্টু মিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে আধা পাকা ঘর তুলে থাকতেন নুরুন্নেসা। বাড়ির চারদিকেই ছিল পানি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বৃদ্ধা নুরুন্নেসা যে আধাপাকা ঘরটিতে থাকতেন সে ঘরের চার পাশে হাঁটুপানি। এ পানি দিয়ে হেঁটে ঘরে যেতে হয়। ধারণা করা হচ্ছে রোগাক্রান্ত হয়ে ঘরের ভেতরেই ৪ থেকে ৫ দিন আগে বৃদ্ধার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃদ্ধার সন্তানরাও কেও তার খোঁজ-খবর নেয়নি। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দিলে মরদেহ উদ্ধার করা হয়। তারপরও ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।