ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৃত ব্যক্তির বয়স্ক ভাতা উত্তোলন করছেন নারী ইউপি সদস্য!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
মৃত ব্যক্তির বয়স্ক ভাতা উত্তোলন করছেন নারী ইউপি সদস্য!

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মৃত ব্যক্তির বয়স্ক ভাতার টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে জলসুখা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য অর্চনা রাণী গোপের বিরুদ্ধে।

তবে এর আগেও অর্চনা গোপের বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানালেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের বয়স্ক ভাতাভোগী জলসুখা ইউনিয়নের পাঠুলীপাড়া গ্রামের মাধব গোপ ২০১৯ সালের জুন মাসে মারা যান।

পরে তার নামীয় বইটি ব্যবহার করে দুই কিস্তিতে ৬ মাসের ৩ হাজার টাকা তুলে নিজেই নিয়ে নেন নারী ইউপি সদস্য অর্চনা গোপ।
 
জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান ফয়েজ আহমেদ খেলু বাংলানিউজকে বলেন, বিষয়টি আমি শুনেছি। এর আগেও ওই নারী সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
 
অভিযুক্ত অর্চনা রাণী গোপ বাংলানিউজকে বলেন, মাধব গোপ মারা যাওয়ার পর টাকা উত্তোলন করে তার ছেলে প্রেমতোষ গোপকে দেওয়া হয়েছে।

তবে বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, প্রেমতোষ গোপ দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।
 
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad