bangla news

গুলশানে স্পা সেন্টার থেকে আটক ১৬ নারী, ৩ পুরুষ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২২ ৯:৫১:০৪ পিএম
আটকদের ছবি

আটকদের ছবি

ঢাকা: রাজধানীর গুলশান-১ নম্বরের নাভানা টাওয়ারের অভিযানে তিনটি স্পা সেন্টার থেকে ১৬ জন নারী ও তিন জন পুরুষকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ওই টাওয়ারের স্পা সেন্টারে অভিযা শুরু করে পুলিশ। স্পা সেন্টারগুলো হলো- লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা ও রেডিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা।

গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, অভিযানে ১৯, ২০ ও ২১ তলার তিনটি স্পা সেন্টার থেকে ১৬ জন নারী এবং তিন জন পুরুষকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও অবৈধ ব্যবসার অভিযোগে এখানে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
পিএম/এজেডএস/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-22 21:51:04