ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে ২ অটোরিকশার সংঘর্ষে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
আদিতমারীতে ২ অটোরিকশার সংঘর্ষে শ্রমিক নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিয়াজ্জল হোসেন (২৯) নামে এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাপ্টিবাড়ি আনন্দ বাজার বাইপাস সড়কের সরলখাঁ উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শ্রমিক রফিয়াজ্জল হোসেন উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ পশ্চিমপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

তিনি স্থানীয় আবুল বিড়ি ফ্যক্টরির বিড়ি শ্রমিক ছিলেন।  

আহত নবিয়ার রহমান (৪০) পার্শ্ববর্তী সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের জয়নালের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার সাপ্টিবাড়ি আনন্দবাজার বাইপাস সড়কের সরপুকুর ইউনিয়নের সরলখাঁ উচ্চ বিদ্যালয় এলাকায় দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আনন্দবাজার থেকে সাপ্টিবাড়িগামী অটোরিকশাটি পাশের গর্তে ছিটকে পড়ে। এতে দুই যাত্রী গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে রফিয়াজ্জলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত যাত্রী নবিয়ার রহমানকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।