ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাজাখস্তান গেলেন স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
কাজাখস্তান গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ফটো

ঢাকা: একটি আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে কাজাখস্তান গেলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার (২২ সেপ্টেম্বর) তিনি কাজাখস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। স্পিকারকে বিদায় জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন হুইপ ইকবালুর রহিম, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেনও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

কাজাখস্তানের রাজধানী আস্তানায় আগামী ২৩ থেকে ২৪ সেপ্টেম্বর ‘দ্য ফোরর্থ মিটিং অব স্পিকার্স অব দ্য ইউরেশিয়ান কান্ট্রিজ পার্লামেন্টস’ শীর্ষক কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

এ কনফারেন্স শেষে স্পিকার উগান্ডায় অনুষ্ঠিতব্য ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দেবেন। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন হুইপ ইকবালুর রহিম, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মো. আবু জাহির, মোহাম্মদ নজরুল ইসলাম ও শিরীন আহমেদ। উগান্ডার রাজধানী কাম্পালায় আগামী ২২ থেকে ২৯ সেপ্টেম্বর কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এসকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।