ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ফেরি চলাচল বন্ধ। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: পদ্মায় নাব্যতা সংকট ও স্রোতের তীব্রতার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে ঘাট সূত্র জানিয়েছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চ্যানেলে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করেছে।

এদিকে চ্যানেল পার হয়ে মূল নদীতে গেলে পরতে হচ্ছে তীব্র স্রোতের কবলে। ফলে ফেরি চ্যানেল পার হয়ে মূল নদীতে ঢুকতে পারছে না। গত রাত ৩টা থেকে এ সংকট প্রকট আকার ধারণ করেছে। এ কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

এ নৌরুটে রো রো, ডাম্প, কে টাইপ, মিডিয়াম, ভিআইপিসহ মোট ১৮টি ফেরি রয়েছে। নাব্যতা সংকটের কারণে ফেরিগুলোর তলদেশ আটকে যাচ্ছে ডুবোচরে।  

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাকপ আব্দুস সালাম মিয়া জানান, মধ্যরাত থেকে নাব্যতা সংকট ও তীব্র স্রোত থাকায় বন্ধ রয়েছে ফেরি চলাচল।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।