bangla news

৪ দিনের সফরে ঢাকায় ভারতের নৌবাহিনী প্রধান 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২২ ২:১০:৪০ এএম
ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। ছবি- সংগৃহীত

ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। ছবি- সংগৃহীত

ঢাকা: ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং চার দিনের সফরে ঢাকায় এসেছেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে তার এ সফর। 

শনিবার (২১ সেপ্টেম্বর) দুই সদস্যের প্রতিনিধি দলসহ তিনি ঢাকায় এসে পৌঁছান। ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। 

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সফরকালে অ্যাডমিরাল করমবীর সিং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি নৌ-জাহাজ ‘বিএন বঙ্গবন্ধু’ ও নেভাল একডেমি পরিদর্শনে যাবেন বলেও জানানো হয়। 

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
টি আর/এইচজে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-22 02:10:40