ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় জুয়ার আখড়ায় পুলিশি অভিযানে আটক ১৫

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
বগুড়ায় জুয়ার আখড়ায় পুলিশি অভিযানে আটক ১৫

বগুড়া: বগুড়ায় অভিজাতদের জুয়ার আখড়া হিসেবে চিহ্নিত টাউন ক্লাবে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রেজাউল করিমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথাস্থ টেম্পল রোডে অভিজাতদের জুয়ার আখড়া হিসেবে চিহ্নিত এই টাউন ক্লাব।

ক্লাবটিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৫ জনকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলেন, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক শামিম কামাল শামিম, গোলাম আলী, হেলাল, আব্দুল খালেক, মুকুল, আমিনুল, মঞ্জুর আলম, মামুনসহ মোট ১৫ জন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া টাউন ক্লাবে অভিযান চালানো হয়। ক্লাবটিতে টাকা দিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের পাওয়া যায়।

তিনি আরও বলেন, এখানে বেশকিছু প্লেইং কার্ড ও টাকা পাওয়া যায়। আটককৃত ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
কেইউএ/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।