ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিলাহাটিতে রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
চিলাহাটিতে রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন

নীলফামারী: ভারতের সঙ্গে রেল সংযোগ স্থাপনের লক্ষে চিলাহাটি ও চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর (নীলফামারী-২), সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার (নীলফামারী-১), সংসদের সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম (সংরক্ষিত মহিলা আসন-৩২৩), বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আশরাফ হোসেন, নীলফামারীর ৫৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন। বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় রেলওয়ের আয়োজনে সার্বিক সহযোগিতা করে নীলফামারী জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।