ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
কালীগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

লালমনিরহাট: সরকারি গুদামে ধান বিক্রিকে কেন্দ্র করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি বাজারে এ ঘটনা ঘটে। রহিম একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মফিজ উদ্দিনের কাছ থেকে সরকারি গুদামে ধান দেওয়ার জন্য স্লিপ চান লোহাকুচি এলাকার কৃষক খালেকুজ্জামান মৌসুম। কিন্তু সেসময় মফিজ তাকে স্লিপ না দেওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে ফিরে যান খালেকুজ্জামান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মফিজ তার প্রতিবেশী রহিমকে নিয়ে লোহাকুচি বাজারে যান। এসময় সেই স্লিপের জেরে মফিজের ওপর হামলা চালায় খালেকুজ্জামানের লোকজন। এসময় রহিম তাদের বাধা দিতে গেলে লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারপিট করা হয়। পরে স্থানীয়রা রহিমকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।