ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ঢাকা: রাজধানীর কামলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ৫ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।

স্টেশনের পথশিশু হৃদয় জানায়, দুপুরে একটি ট্রেনের ৫ নম্বর প্লাটফর্মে ইঞ্জিন ঘুরাচ্ছিল। এসময় ইঞ্জিনের উপর বসেছিল ওই কিশোর। তড়িঘড়ি ইঞ্জিন থেকে নামার সময় সে চাকার নিচে পড়ে যায়। এতে কাটা পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত কিশোরের বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।