ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে ট্রেনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
জামালপুরে ট্রেনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

জামালপুর: জামালপুরে ট্রেনের ধাক্কায় ফরিদ হোসাইন (৩০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
 

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদ দৌলতপুর তালুকদার বাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ফরিদ হোসাইন ভ্যান নিয়ে দৌলতপুর গ্রামের সোলাই দোকানদের বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন। তখন মতিয়র রহমান তালুকদার স্টেশন থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে ফরিদ হোসাইন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মতিয়র রহমান স্টেশনের দায়িত্বে নিয়োজিত জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফরিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফরিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।