ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরতে গিয়ে পারভেজ খাঁন (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ডিগ্রি নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ পারভেজ চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা গ্রামের মো. নুরু খাঁনের ছেলে।

জানা গেছে, ইলিশ মাছ শিকারের জন্য শুক্রবার রাতে একটি ট্রলার নিয়ে ডিগ্রি নদীতে যান পারভেজসহ চার জেলে। মাছ শিকারের একপর্যায়ে শনিবার ভোরে প্রচণ্ড ঢেউয়ের তোরে ট্রলার থেকে নদীতে পড়ে যান পারভেজ। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।