ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে কাঁকড়ার ট্রাকে ছিনতাই, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
বাগেরহাটে কাঁকড়ার ট্রাকে ছিনতাই, আটক ২

বাগেরহাট: বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের তেঁতুলের ব্রিজ এলাকায় কাঁকড়ার ট্রাকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর সহায়তায় একটি মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- খুলনা জেলার রুপসা উপজেলার ইলাইপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে আশিক শেখ (২৩) ও একই উপজেলার নৈহাটি গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে ইমন মোস্তাকিন (২২)।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার বলেন, মোংলা থেকে কাঁকড়া বোঝাই একটি ট্রাক ভাগা যাচ্ছিল। পথে খুলনা-মোংলা মহাসড়কের তেঁতুলের ব্রিজ এলাকায় মোটরসাইকেলে আসা চারজন ট্রাকের গতি রোধ করে। এসময় তারা ট্রাকচালক বাবুলকে মারধর করে নগদ ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আমরা একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করতে সক্ষম হই। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad