bangla news

হাতিরঝিলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২১ ১১:৩৫:০০ এএম
মরদেহ করতে হাতিরঝিলে পুলিশ। ছবি: বাংলানিউজ

মরদেহ করতে হাতিরঝিলে পুলিশ। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ বাংলানিউজকে জানান, খবর পেয়ে হাতিরঝিল মহানগর ব্রিজের পশ্চিম পাশের লেক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরনে টি-শার্ট ও কালো ফুল প্যান্ট ছিল।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি কিছুটা ফুলে গেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এজেডএস/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   মরদেহ উদ্ধার
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-09-21 11:35:00