ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেবা‌চিমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
শেবা‌চিমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারীর মৃত্যু

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় পারভিন আক্তার (৩৬) নামে ওই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

তার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামে।

তার স্বামীর নাম মো. ফাইজুল হক।

শুক্রবার দুপুর দেড়টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে শেবাচিমে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা: মো. বা‌কির হো‌সেন।

এ নিয়ে শেবাচিমে মোট ৯জন ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২১জন। একই সময়ে হাসপাতাল থেকে বিদায় নিয়েছে ২৩জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮০জন রোগী।

গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত শেবা‌চিমে ভর্তি হয়েছে ২ হাজার ৩৫২জন ডেঙ্গু রোগী। আর চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৬৩জন।  

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad