ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এটা ‘ইয়াবা ব্যবসায়ীর বাড়ি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এটা ‘ইয়াবা ব্যবসায়ীর বাড়ি’

ফেনী: ফেনীতে সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিতের কাজ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পরশুরাম উপজেলার বাউর খূমা গ্রামের মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়িতে সাইনবোর্ড টাঙিয়ে এ কার্যক্রম শুরু করেছেন ফেনী ৪ বিজিবির সদস্যরা।

ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) পরশুরাম উপজেলার দুবলারচাদ নামক স্থান হতে ২০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল ফেনসিডিলসহ জসিম উদ্দিনকে (৩৫) আটক করে পরশুরাম বিওপির টহলদল।

আটক জসিম উপজেলার বাউর খুমা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

শুক্রবার ওই বাড়িতে ‘ইয়াবা ব্যবসায়ী’ ও ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ ব্যানারে লিখে চিহ্নিত করা হয়েছে। এছাড়া অন্যান্য মাদক ব্যবসায়ীদের বাড়ি একইভাবে চিহ্নিত করার কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।