ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাকুরিয়া নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৪, সেপ্টেম্বর ২১, ২০১৯
কাকুরিয়া নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকুরিয়া নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর মিম আক্তার নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হয় মিম।

মিম উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ও ঝাঞ্জাইল মহিলা মাদ্রাসায় পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন মিয়া বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই নদীতে নৌকা ডুবে নিখোঁজ হয় মিম। অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে গিয়েছিল। মাঝি তার ছোট্ট একটি নৌকায় ৭০ জনের মতো যাত্রী বহন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

তবে নৌকা ডুবির ঘটনায় অন্যদের উদ্ধার করা সম্ভব হলেও মিম নিখোঁজ ছিল। শুক্রবার সন্ধ্যায় নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।