ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
ময়মনসিংহে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা শোভাযাত্রা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ‘মাদককে না বলুন’ এ স্লোগানে ময়মনসিংহে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করেছে সেবামূলক সংগঠন ‘ঢাকা রাউন্ড টেবিল’।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরের সার্কিট হাউজ মাঠে এ শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন আহমেদ, শোভাযাত্রার প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি, ঢাকা রাউন্ড টেবিলের ফাউন্ডার সেক্রেটারি রবিউল ইসলাম, প্রাণ-আরএফএলের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) চৌধুরী ফজলে আকবর, দুরন্ত বাইসাইকেলের ব্র্যান্ড ম্যানেজার এ এম রকিবুল ইসলাম, সাইকেল শোভাযাত্রার ময়মনসিংহ সমন্বয়ক ও বিডি ক্লিন ময়মনসিংহর বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল প্রমুখ।

শোভাযাত্রায় ময়মনসিংহের চারটি সাইক্লিং সংগঠনসহ ৪০০ সাইক্লিস্ট অংশ নেয়। শোভাযাত্রাটি সার্কিট হাউজ মাঠ থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হেলিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়। এ সময় সাইক্লিস্টরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতার বার্তা প্রচার করেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।