ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

নোয়াখালী: বাংলাদেশ থেকে মোজাম্বিক হয়ে দক্ষিণ আফ্রিকায় বড় ভাইয়ের কাছে যাওয়ার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুই সহোদর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ৩ যাত্রী আহত হয়েছেন।

নিহত দুই সহোদর হলেন, বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আল আমিন (২৩) ও মোহাম্মদ আরাফাত (২১)।

নিহতদের বাবা মোহাম্মদ হোসেন জানান, আমার দ্বিতীয় ছেলে আল আমিন ১৩ আগস্ট ও ছোট ছেলে মোহাম্মদ আরাফাত ৩১ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেন্সবার্গে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে প্লেনে করে মোজাম্বিক পৌঁছে।

দুই ভাই একই গাড়িতে বৃহস্পতিবার রাতে মোজাম্বিক থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেন্সবার্গের উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

গাড়িতে থাকা অপর ৩ বাংলাদেশি আহত হয়। আহত সহযাত্রীরা নিহত হওয়ার খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

নিহতরা তিন ভাই দুই বোন। তাদের মধ্যে আল আমিন মেঝো এং আরাফাত সবার ছোট। বড় ভাই নাসির সাউথ আফ্রিকা রয়েছেন।
 
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, বিষয়টি তিনি নিহতদের পরিবারের কাছ থেকে শুনেছেন।

বাংলােদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।