ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

শার্শায় ৫৯০ বোতল ফেনসিডিলসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, সেপ্টেম্বর ২০, ২০১৯
শার্শায় ৫৯০ বোতল ফেনসিডিলসহ আটক ১

বেনাপোল (যশোর): যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম (২৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। শরিফুল গোগা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গোগা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শরিফুলকে আটক করা হয়। এসময় বাড়িটিতে তল্লাশি করে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তার নামে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।