ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন শেখ হাসিনা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন শেখ হাসিনা  ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

ফরিদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন বলেই বাংলাদেশ সুশাসনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আমরা এর ফলাফল পেতে শুরু করেছি। আইনের শাসন প্রতিষ্ঠাসহ দেশের সামগ্রিক উন্নয়ন আজ দৃশ্যমান। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ফরিদপুরের বদরপুরে এক অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য,  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।  

এ সময় তিনি সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহবান জানান।

 

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর ৭৯ তম জন্মদিনে এ সমাবেশের আয়োজন করা হয়।  

জন্মদিনের অনুষ্ঠানে খন্দকার মোশাররফ হোসেনের জামাতা ও সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. হাবীবে মিল্লাত, জেষ্ঠ্য মেয়ে শারিতা মিল্লাত, কনিষ্ঠ ভ্রাতা খন্দকার ইস্তিয়াক হোসেন মারুফ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমাজের বিভিন্ন স্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০,  ২০১৯
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।