ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে সীমানা পিলারসহ আটক ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
ঝিনাইদহে সীমানা পিলারসহ আটক ২ 

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে সীমানা পিলারসহ আব্দুর রাজ্জাক (৪০) ও শাহিন হোসেন (৪২) নামে দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।

আটকরা হলেন- একই উপজেলার বাগুটিয়া গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে রাজ্জাক ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আব্দুস সাত্তারের ছেলে শাহিন হোসেন।

সম্মেলনে মিলু মিয়া বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাগুটিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই পাচারকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি সীমানা পিলার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দ পিলারটিতে ম্যাগনেট রয়েছে এবং এটির বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানান তারা। এ ব্যাপারে তাদের নামে শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।